যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)।
শনিবার (০৮ মার্চ) ভোর রাতে উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শরিফুলের ভাই মোস্তফা বলেন, আমার ভাই (শরিফুল) চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ছেলে রমিমের সঙ্গে কথা কাটাকাটি চলছিল তার। গত ১৫ দিন আগে তারা আলাদা হয়ে যায়। শরিফুল তার ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। আজ ভোরে সেহেরির সময় রমিম তার বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শরিফুলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।