বগুড়ার আদমদীঘিতে প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে ।
এ ঘটনায় রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ওই ভুক্তভোগী নারীর ডাক্তারী পরিক্ষার সম্পন্ন হয়েছে।।
মামলার এজাহার সূত্রে জানা গেছে , আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান রেখে গত ৪ বছর আগে সৌদি আরবে যান। প্রবাসীর স্বামী বিদেশে থাকার সুযোগে তার স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশি ভাতিজা বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকান্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে প্রবাসী চাচার স্ত্রী অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে নানা ধরণের হুমকি-ধামকি দেয়।
একপর্যায়ে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার শয়ন কক্ষে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ না করার জন্য চাচিকে হুমকিও দেন ছাত্রলীগ নেতা তুহিন। পরে গত ১৬ ডিসেম্বর ভুক্তভোগীর স্বামী দেশে ফিরলে পুরো ঘটনা খুলে বলেন।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের বক্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষনের অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ সকালে। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।