সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময়র ছাত্রলীগ নেত্র নিশি বলেন, ‘আগুনের দিন একদিন শেষ হবে’। এ সময় তাকে হাসতেও দেখা যায়।
এই মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ মাসুম নিশির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের মঞ্জুর করেন।