বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তিনি সভাপতি নির্বাচন হন।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। পরে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে নুরুল ইসলামকে মনোনয়ন দেন নতুন সভপতি জাহিদুল ইসলাম।
আজ সকাল ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।