শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে: সারজিস আলম

বিশেষ সংবাদ

ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (১২ আগস্ট) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তিনি আরও বলেন, আমরা ৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার হানিনাকে বিতাড়িত করার পর গত ৬ আগস্ট তারিখ কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জানতা তা দমন করেছি। সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করেছিলো আপনাদের সহযোগিতায় তা রুখে দিতে সক্ষম হয়েছি ৷ ছাত্র-জনতার এই বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের এই পরিকল্পনা কখনও সফল হতে দেব না।

ডাকসুর প্রাক্তন সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দেব। আওয়ামী লীগ পরাজিত শক্তি নানান কূটকৌশল করছে, আমরা কোনোভাবে ১৫ আগস্টের ক্যু করার পরিকল্পনা সফল হতে দেব না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ