বগুড়ার শেরপুরে ছুরিকাহত আলালের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেছে উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার (১৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা মহাসড়ক সংলগ্ন অস্থায়ী কার্যালয় থেকে এই নগদ অর্থ প্রদান করে সংঘঠনটির নেতৃবৃন্দ। ছুরিকাহত আলাল উদ্দিন বগুড়া শজিমেকে আশঙ্কাজনক অবস্থায় চিতিৎসাধীন রয়েছে।
আহত আলালের চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম হোসেন শেরপুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: কারিমুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মো: নজরুল ফকির,
পৌর আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল গাফফার, ৯ন; ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুন্সি হাবিবুর রহমান, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর নেতা মোঃ আব্দুল জলিল সুমন, আরিফ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকা সহ উপস্থিত ছিলেন সংগঠনের নেতা নিজাম, ফারুক, হাবিল, বনি, জুয়েল, মোকা প্রমুখ।
উল্লেখ্য, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ছুরিকাহত হন অটোরিকশা চালক আলাল (৩৫)। এ ঘটনায় ছুরিকাঘাত করা আদনান হাবিব (২৬) এর বিরুদ্ধে মামলা নিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।