চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে জমি বিরোধের জেরে প্রকাশ্যে দুই কাপড় ব্যবসায়ী সহোদরকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাপড়পট্টি এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, সফিকুল ইসলাম প্রধান (৬২)মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল প্রধান (৪২) তারা দুজনেই একই বাজারের কাপড় ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে বাইশপুর গ্রামে সফিকুল ইসলামের বাড়ির পাশে খালে একটি ট্রলার ভিড়ানোর চেষ্টা করেন প্রতিপক্ষ হেলাল উদ্দিন ও তাঁর লোকজন। সফিকুল ও তাঁর পরিবার এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এরই জেরে দুপুর আড়াইটার দিকে উপজেলা সদর বাজারের কাপড়ের দোকানের সামনে এসে সফিকুল ও বাদলের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডা শুরু করেন হেলাল উদ্দিন ও তাঁর অনুসারীরা। একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে সফিকুল ও বাদলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
হামলায় সফিকুল ও বাদলের মাথা, হাত, বুক ও শরীরের বিভিন্ন অংশে গভীর জখম হয়। তাঁদের চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতদের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তাঁরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি পূর্বশত্রুতা ও জমি বিরোধ সংক্রান্ত ঘটনা। এ বিষয়ে থানায় হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।