জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে শ্রী তন্ময় দাস (২২) নামের এক পলিটেকনিক ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত তন্ময় ওই গ্রামের শ্রী ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত তন্ময় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে তার কথা কাটাকাটি হয়।
এতে অভিমান করে নিজ ঘরে মায়ের শাড়ি সিলিং ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তন্ময়। তার আত্মহত্যার কারণ জানা না গেলেও মানসিক সমস্যা ছিলো বলে জানায় পুলিশ।
জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফয়সল বিন আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্তের পর শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে নাকুরগাছি মহাশ্মশানে তন্ময়ের দাহ সম্পন্ন করা হয়। এ বিষয়ে পাঁচবিবি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।