জয় বাংলা স্লোগান ও শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন বলায় আওয়ামী লীগের এক কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জনতার হাতে আটক ওই ব্যাক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক আওয়ামী লীগ কর্মী বিক্ষোভের মাঝে হঠাৎ বলেন, শেখ হাসিনা আবার দেশে চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। এরপর জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই ব্যাক্তি। এর পর পরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি তাকে পুলিশে সোপর্দ।
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, কেউ এসে নিজেকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বললেই তাকে মারার আগে যাচাই-বাছাই করা উচিত। যারা প্রকৃত আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে নিরীহ লোকজনদের পাঠাচ্ছেন। আর কাউকে পেলেই মারতে হবে কেন? কাউকে মারার আগে সে যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয় তাকে পুলিশের হাতে তুলে দেওয়ায় ভালো।
তিনি আরও বলেন, আমরা ছাত্র-জনতা এখানে না থাকলে এই মুরুব্বি মারা যেত। আমরা চাই না এখানে কোনও মব জাস্টিস হোক। ফ্যাসিবাদীরা চাচ্ছে, নিরীহ লোকজনদের পাঠিয়ে গণপিটুনি খাওয়াতে।