জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও জনগণের মতামত জানার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে, আমাদের কাছে সহযোগিতা চাইলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত।
যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। অবিলম্বে সরকার এই বিষয়ে পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।