জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৫–২০২৮ সালের কমিটি গঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের এক সভায় সর্বসম্মতভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মমিনুর রশীদ শাইন এবং মহাসচিব হয়েছেন মুহাম্মদ কামরুল ইসলাম।কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন আরও অনেকে। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মোল্লা, সিনিয়র সহসভাপতি মো. আলমগীর গনি।
সহসভাপতি পদে আছেন মো. খায়রুল ইসলাম, মো. আতিকুর রহমান আজাদ ও মো. হাসান সরদার জুয়েল।যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট চমন ই এলাহী, মো. কাজী মাহমুদুল হাসান এবং মো. কেফায়েত উল্লাহ কায়ছার।
সহকারী মহাসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন মো. সাজাদুর রহমান সাজু, মো. হারিসুর রহমান এবং মো. রফিকুল ইসলাম।
সাংগঠনিক সচিব পদে রয়েছেন মো. তৌহিদ রিপন ও মো. ইসমাইল হোসেন এলিন। অর্থ সচিব হয়েছেন মো. নাজির হোসেন। দপ্তর সচিব মো. আবেদ আলী, প্রচার সচিব মো. সিপন আলী, প্রশিক্ষণ সচিব মো. রাসেল ইসলাম জীবন, আইন সচিব এডভোকেট ওয়াহিদুন্নবী বিপ্লব এবং পরিকল্পনা ও গবেষণা সচিব নির্বাচিত হয়েছেন মো. আজিবুল হক পার্থ।
মহিলা বিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. আমেনা বেগম। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আতিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. গোলাম সারওয়ার, মো. নজরুল হক অনু, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুর রশিদ মোল্লা, ড. শাহজাহান কবির ও মো. মাহমুদ মোস্তফা।
নবনির্বাচিত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, অধিকার এবং প্রশিক্ষণসহ নানামুখী উন্নয়নে কাজ করবে তারা।