জামায়াত দল পরিচালনায় সফল হয়েছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এদেশের মানুষকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। অনুকূল কিংবা প্রতিকূল, সব পরিস্থিতিতেই আমরা দেশেই আছি ও থাকব।”
তিনি আরও বলেন, “অনুকূল পরিস্থিতিতে থাকা সহজ, কিন্তু প্রতিকূল সময়েও টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিচ্ছি।”
জামায়াত আমির দাবি করেন, ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। এ ধর্মের আদর্শেই ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তিনি। “মানুষ ও মানবতার কল্যাণে রাজনীতি করতে চাই। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়েই আমাদের পথচলা।
ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াত নেতা-কর্মীদের কারও নামে বিদেশে সম্পদ বা ‘বেগম পাড়া’, ‘পিসি পাড়া’ নেই।
“গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি জানিয়ে তিনি বলেন, “দল পরিচালনায় আমরা সফল, তাই দেশ পরিচালনাও করতে পারব।”
এ সময় গত সাড়ে ১৫ বছরে বিচারপ্রক্রিয়ার নামে প্রহসন হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।