জামালপুরের ইসলামপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গোলাম রব্বানী (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত গোলাম রব্বানী উপজেলার চিনাডুলী ইউনিয়নের ফলিয়ামারী গ্রামের মো: মোহর আলীর ছেলে। তিনি গুঠাইল বাজারে মরিচের ব্যবসা করতেন।
জানা গেছে, তাপদাহে অতিরিক্ত গরমে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোলাম রব্বানী। পরে দ্রুত তাঁকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুরের ইসলামপুরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যুর বিয়টি নিশ্চিত করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, গোলাম রাব্বানী নামের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই মারা যান তিনি । ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছার আগেই তিব্র গরমে পথের মধ্যেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার হয়।