জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রিদের আবাসিক হলে আগুন লাগার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের একটি আবাসিক হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের ৮১০ নম্বর কক্ষে এ ঘটনাটি ঘটে।
প্রতক্ষদশীরা জানান, এ দিন সকাল সাড়ে ৯টার দিকে আবসিক হলের কয়েকজন শিক্ষার্থী ৮১০ নম্বর কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে তারা হল কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি জানালে তাৎক্ষণিক কক্ষের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণ করেন তারা। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কক্ষটির খাট, বিছানাসহ সবধরনের আসবাবপত্র পুড়ে গেছে। এই কক্ষটিতে ৪জন ছাত্রী থাকতেন।
আগুন লাগার কারন জানতে চাইলে হলের সুপার ফাতেমা বেগম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে এই আগুন লেগেছে। আমরা ওই রুমে ঢুকে সিগারেটের অ্যাস ট্রে পাই। বিদ্যুৎ থেকে নয়, সিগারেট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন হলের দায়িত্বরত ইলেকট্রিশিয়ান আব্দুল হামিদ।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো: ছায়েদুর রহমান।