সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রাজিব হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল।
এর আগে রোববার তোহার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার অভিযোগে বলা হয়, তোহা হোসাইন তার ফেসবুক পেইজ ও টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন জুয়ার সাইটের প্রচার করতেন। এতে তরুণ সমাজ জুয়া ও অনৈতিক আয়ে উৎসাহিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
মামলাটি দায়ের করেন মিরপুর এলাকার কয়েকজন বাসিন্দা, যারা নিজেদের ‘সমাজ সচেতন নাগরিক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের অভিযোগ, তোহার প্রচারের কারণে বিভিন্ন বয়সের মানুষ প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছে এবং কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।