জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে সেনাবাহিনী সবসময় পাশে থাকাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সেনা মালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আশ্বাস দেন। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশ নেওয়া শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান বলেন, “শহীদ ও আহতরা জাতির কৃতি সন্তান। তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না। তাঁদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সেনাপ্রধান উপস্থিত সবাইকে মনোবল না হারানোর আহ্বান জানান এবং আশ্বাস দেন, সেনাবাহিনী সবসময় তাঁদের পাশে থাকবে।