জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সকল ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালী দশমিনায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। রাজপথে বিভিন্ন সময়ে আন্দোলনে দেখা বিএনপির নেতা-কর্মীদের। ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও জেল জুলুম করে স্বৈরাচার সরকার।
বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন সমন্বয়ক বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত কোনও নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। নির্বাচনের জন্য সরকারকে একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসার বিষয়ে উল্লেখ করে হাসনাত বলেন, আহতদের সুচিকিৎসা ও নিহত শহীদদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনটির মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বর্তমান সরকারের নেতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন।