জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের এই যুবকের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে এনামের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তারা এনামের পরিবারের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনাম যে ত্যাগ স্বীকার করেছেন, তা অমূল্য। তার চিকিৎসার খরচ বিএনপি বহন করছে এবং তারেক রহমান ব্যক্তিগতভাবে এর দায়িত্ব নিয়েছেন।”
তিনি আরও জানান, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে, সেই সরকার এনামসহ আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবে—এমন বার্তা দিয়েছেন তারেক রহমান।
আহত এনাম বলেন, “গত ৪ আগস্ট উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হই। ঢাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই যশোরে ফিরে এসেছি। এখনো পুরোপুরি সুস্থ নই, হয়তো আর আগের মতো কর্মক্ষম হব না। এই সময়ে বিএনপি পাশে দাঁড়ানোয় আমি সাহস পেয়েছি।”
এই সময় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এনামের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমান তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।