‘জুলাই ঘোষণাপত্র দিতে হবে, তা নিয়েই হবে নতুন বাংলাদেশের রূপরেখা’, এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে কোনও টালবাহানা, দোদুল্যমানতা কিংবা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ঐক্যই ছিল সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্যই ফ্যাসিবাদকে সরিয়েছে। এখন সময় এসেছে নতুন রাষ্ট্র বিনির্মাণের। শুধু সরকার পতন নয়, দরকার একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হবে। সেখানে থাকবে, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, সংবিধানে তাদের অবদান লিপিবদ্ধ করার দাবি।’
নাহিদ ইসলাম আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে ‘ইশতেহার’ ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করা হবে, যেখানে থাকবে সকল নাগরিকের মুক্তির দিকনির্দেশনা।
এদিন এনসিপির উত্তরাঞ্চলীয় পদযাত্রার সপ্তম দিন ছিল। রাজশাহী থেকে নাটোরে এসে শহরের স্টেশন বাজার থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নেন দলটির নেতাকর্মীরা।