‘জুলাই’ গণ-অভ্যুত্থান নিয়ে গান বানানোর ঘোষণা দিলেন আলোচিত তরুণ গায়ক তাসরিফ খান। ব্যতিক্রমধর্মী এই গানের লিরিক লিখবেন ভক্তরাই, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি ।
ফেসবুক পোস্টে তাসরিফ লিখেছেন, “জুলাই নিয়ে গান বানাচ্ছি, যে গানের লিরিকস লিখবেন আপনারা।” এরপর তিনি সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন,“জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত, এক শব্দে, এক লাইনে বা কয়েক লাইনে যা খুশি কমেন্টে লিখে যান।”
তিনি জানান, পাঠকদের লেখা থেকে যেসব শব্দ বা লাইন বেছে নেওয়া হবে, সেগুলো গানে ব্যবহৃত হবে এবং সেই অংশটুকু গানের ভিডিওতেও দেখানো হবে। গানটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘জুলাই’, যেখানে লিরিকসে থাকবে ‘বাংলাদেশ’ শব্দটিও।
তাসরিফ বলেন, “গানটা হবে সবাইকে নিয়ে, সবাই মিলে লিখব আমরা, আমার সুরে, আপনাদের ভাষায়।”
এদিকে, গত মাসেই প্রকাশ পেয়েছে তাসরিফের নতুন গান ‘পাহাড় যাব’। গানটিতে দীর্ঘ ৮ বছর পর আবারও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসরিফ খান ও জিসান খান শুভ। গানটি শ্রোতাদের কাছে ভালো সাড়া পেয়েছে।