ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে।
জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা এটি প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। এটাতে বর্তমান সরকারের কোনও সম্পৃক্ততা নেই।