গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ফের গ্রেপ্তার হয়েছেন গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক ও হামলার অভিযোগে মামলা রয়েছে।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাকে কারাগারের ফটক থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে তাকে থানায় নেওয়া হয়।
জানা গেছে, ঠিকাদার হিসেবে পরিচিত জসিম গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার বিহারি পট্টিতে।
গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, “তিনটি মামলায় গ্রেপ্তারের পর আমি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। পুলিশের কাছে আমি জানতে চেয়েছি, আমাকে আবার কেন গ্রেপ্তার করা হলো।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “জেলগেট থেকেই তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এর আগে, গত ৩ এপ্রিল রাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ আগস্ট গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়। এছাড়া, পলাশবাড়ী উপজেলায় যুবদলের একটি কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।