ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজবাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত (৭ জানুয়ারি) রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সামনের চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, এ হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।