ঝিনাইদহের শৈলকুপায় একনলা বন্দুক, শক মেশিন ও রামদাসহ পলাশ মিয়া নামের এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শৈলকুপা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগরে অভিযান চালানো হয়। অভিযানে পলাশ মিয়ার বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি রামদা উদ্ধার করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “সাবেক সেনা সদস্য পলাশ মিয়াকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত পলাশ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।