টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সিটি করপোরেশনের ময়লা বহনকারী ড্রাম ট্রাকের পাশে থাকা অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলসড়কের মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে সিটি করপোরেশনের ১টি ময়লা বহনকারী ট্রাক ও বালুর ট্রাক পার্ক করা ছিল। রবিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে দাঁড়িয়ে থাকা হনকারী ট্রাকের ধাক্কা লাগে। এতে ময়লা ও বালুর ট্রাক দুইটি দুমড়ে মুচড়ে যায়। ড্রাম ট্রাকের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে। নবীন ছিলেন ওই অটোরিকশার চালক আর গুরুতর আহত দু’জন ছিলেন সেই অটোরিকশার যাত্রী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (অফিসার ইনচার্জ) ছোটন শর্মা জানান, টঙ্গীতে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাক ও বালুর ট্রাকের ধাক্কা লেগেছে। এ ঘটনায় ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক উল্টে গিয়ে পাশের একটি অটো রিকশার ওপর গিয়ে পরে। এতে অটোরিকশা চালক নবীনসহ তিন জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।