জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। রোববার (১৩ জুলাই) বিচারক নুরে আলমের আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গণমাধ্যমে জানান, মামলাটি পুরনো সাইবার নিরাপত্তা আইনে করা হয়েছিল। তবে বর্তমানে ওই আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ চালু হওয়ায় মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ধারা আর নেই। তাই আদালত মামলাটি গ্রহণ না করে খারিজ করে দেন।
গত ১৫ মে প্রিন্স মামুনের বিরুদ্ধে আদালতে মামলা করেন লায়লা আক্তার ফারহাদ। অভিযোগে বলা হয়, ১০ মে মামুন একটি মিথ্যা পরিচয় দিয়ে তার বাসায় প্রবেশ করেন এবং ধর্ষণ মামলা তুলে নিতে তাকে চাপ দেন। অনুমতি না নিয়ে ঘরের বিভিন্ন জায়গার ভিডিও ধারণ করেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করেন।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, মামুন অনলাইনে লায়লার অপ্রস্তুত অবস্থার ছবি এবং মানহানিকর বক্তব্য ছড়িয়ে দেন, যা তার ব্যক্তিজীবনকে বিপর্যয়ের মুখে ফেলে।
প্রসঙ্গত, মামুনের বিরুদ্ধে লায়লার করা মামলা গ্রহণের সময় আদালত লায়লার জবানবন্দি রেকর্ড করেন এবং রায়ের জন্য ১৩ জুলাই দিন ধার্য করেছিলেন। অবশেষে মামলাটি আজ খারিজের আদেশ দেন বিচারক।