আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সংশোধনী ট্রাইব্যুনালে দেশের রাজনৈতিক দলের পাশাপাশি তিন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিচারের বিধান রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২০ নভেম্বর) সন্ধার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। ট্রাইবুনাল সংশোধনীতে রোম স্ট্যাটিউট অবলম্বন করে জেনোসাইড ও মানবাধিকারবিরোধী অপরাধের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তিন বাহিনী ও গোয়েন্দা সংস্থারও বিচারের বিধান রাখা হয়েছে ।
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্ট আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।