ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিক্ষিত রায় (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাণীশংকৈল উপজেলার রাজোর কাতিহার মন্দিরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পরিক্ষিত রায় উপজেলার চোপড়া উত্তর পাড়া এলাকার খিরেন্দ্র চন্দ্র রায়ের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মন্দিরপাড়া এলাকায় নরেশ আমাসু রায়ের নির্মাণাধীন ভবনে ৫ জন শ্রমিক কাজ করছিলেন।
এসময় পরিক্ষিত রায় রড কাটার জন্য ড্রিল মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন পরিক্ষিত রায়কে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল আনাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।