ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শানু (২৫) নামের এক পলিটেকনিক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শানু উপজেলার গাজীরহাট-পশ্চিমপাড়া এলাকার মো: তাহের হোসেনের ছেলে। সে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে গাজীরহাট-পশ্চিমপাড়া এলাকা কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শানুর চাচাতো ভাই সাদ্দাম হোসেন বলেন, শানুকে আমরা রবিবার বাড়িতেই দেখেছিলাম। তবে রাতে শানু বাড়িতে ফিরেছিল কি না তা জানি না। শানুর মৃত্যু পরিকল্পিত হত্যা বলে দাবি জানায় তার পরিবারের সদস্যরা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ আসেনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।