ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে জেলার ভুল্লী থানার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত কবিরুল ইসলাম জয় ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।
জানা গেছে, কবিরুল ইসলাম জয় গতকাল রাতে ঢাকায় চোঁখের চিকিৎসা শেষে হানিফ পরিবহনের একটি বাসযোগে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন। এরপর সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলেযোগে আসা কয়েকজন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম চয়ন বলেন, জয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখমের কারণে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কোটা সংস্কার ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন ছাত্র জানান, সমন্বয়ক জয় জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন। তার শরীরে প্রায় ২৭টি গুলির চিহ্ন রয়েছে। আন্দোলন চলাকানীন তার চোখে গুলি লাগায় তিনি গত মাসের ১৯ তারিখ ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন
আজ ভোর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা সকল কাগজপত্র ছিনিয়ে নেয়। আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত ও এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি জানাই। কারা, কী উদ্দেশ্যে কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে, তা আমরা জানতে চাই।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।