ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় লোকজনদের অভিযোগ এর আগেও এই রাইস মিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। খুব দ্রুত সময়ের মধ্যে এই রাইস মিলটি বন্ধের দাবি তাদের। আর প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়ায় নিজ বাসার সামনে বসে রোদ পোহাচ্ছিলেন ওই গ্রামের বাসিন্দা সাগর দাসের স্ত্রী দীপ্তি রাণী(৪৫) ও তার মেয়ে শ্রী পূজা দাস(১১) ও তার আপন ভাইয়ের ছেলে পলক দাস(১২)।
অন্যদিকে স্থানীয় মো: সাইদুরের মিলে ধান সিদ্ধ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করেই বিস্ফোরণটি হয় রাইস মিলের টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে দাসপাড়ার সাগর দাসের বাসার সামনের আঙিনায়। এতে তার স্ত্রী মেয়েসহ ভাইয়ের ছেলে ঘটনাস্থলে মারা যান। মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ নিহত ৩ এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।