ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো: মির্জা জাফরুল ইসলাম (৫১) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) রাত ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাফরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের মো: মির্জা ইমরান আলীর ছেলে। তিনি সম্প্রতি নীলফামারী থেকে বদলি হয়ে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর (১১ আমর্ড) পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল আলম জানান, গতকাল বিকেল ৩টার দেকে জাফরুল ইসলাম ডায়রিয়া ও বমি ও নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাকে একটি স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থ অনুভব করেন। এক পর্যায়ে তিনি বাড়িও চলে যেতে চান।
তবে রাত ৯টার দিকে তিনি হঠাৎ আবার করতে বমি শুরু করেন। এর ১০ মিনিটের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মরদেহ হাসপাতাল থেকে পরিবারে সদস্যদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।