ঠিকানা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব।
জানা যায়, সাকিব আল হাসান তার বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডে নিতে চান। সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তবে ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই সাকিব বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন। আর বর্তমান ঠিকানাই একজন নাগরিকের ভোটার এলাকা হিসেবে বিবেচিত হয়। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মাগুরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এনআইডি ডিজি জানান, সাকিব আল হাসান এমনিতেই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমি আগে থেকেই খেলাধুলার সাথে সম্পৃক্ত। তাই একজন খেলোয়াড় আমার কাছে আসতেই পারেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৪ সেপ্টেম্বরের পর নির্বাচন কমিশন নতুন করে ভোটার তালিকায় কাউকে যুক্ত না করার সিদ্ধান্ত নিলেও ভোটার এলাকা স্থানান্তরে অসুবিধা নেই।
কেননা যিনি প্রার্থী হবেন তাকে অতীতেও অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সাকিবের ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদনটি কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে। কমিশন অনুমোদন দিলে সাকিবের ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।