নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের ২ জন সদস্য নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বাগরী গ্রামের বিলের পাড়ে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে ওই গ্রামে অবস্থান নিলে স্থানীয় লোকজন বিষয়টি টের পায়। এ সময় তারা গ্রামবাসীদের খবর দিলে মসজিদের মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দেয়া হয়। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে এবং গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
পরে আরও ৩ জন পালানোর চেষ্টা করলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকাত দলের ২ জন নিহত হয়েছে, এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মুজিবুর রহমান বলেন, নিহত ২ জনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।