ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ থাকা কিছু কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন—”ডিএমপির কিছু পুলিশ কর্মকর্তা নিয়মিত ঘুষ খাচ্ছেন, নিরপরাধদের হয়রানি করছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না?”
পোস্টে সারজিস লেখেন, “ডিএমপি কমিশনার যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্বশীল ভূমিকা রাখছেন, তাদের পুরস্কৃত করছেন—এটা অবশ্যই প্রশংসনীয়। তবে তার অধীনে থাকা কিছু চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত পুলিশ এখনো ঘুষ নিয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, এমনকি মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসাচ্ছে। এদের ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?”
তিনি আরও বলেন, “নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, আবার টাকা নিয়ে মূল অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। এসব পুলিশরূপী কালপ্রিটদের রমরমা ঘুষের বাজার বন্ধ করুন। এখনই ব্যবস্থা নিন, না হলে কিন্তু ছাড় দেওয়া হবে না।”
সারজিস আলমের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কমেন্ট করছেন এবং দাবি জানাচ্ছেন, ডিএমপির অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
ডিএমপির পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।