ডেঙ্গুতে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুরাদ আহমেদ মৃধা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুরাদ আহমেদ মৃধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার একটি মেসে থাকতেন। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো: সাত্তার মৃধার ছেলে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: জাকির হোসেন জানান , ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অল্প কিছু দিন আগে মুরাদ নিজেই রামেক হাসপাতালে ভর্তি হন। তাই তার অসুস্থের বিষয়টি গণিত বিভাগের তেমন কেউ জানতেন না। সোমবার (৫ ফে সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।