ঢাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, “ঢাকায় যদি কেউ জনগণের নিরাপত্তায় সামান্যতম বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ কোনো সংগঠনের কাজ চলতে দেওয়া হবে না।”
রবিবার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, তার অধীনে থাকা সব পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাফ নির্দেশ দেওয়া হয়েছে—নিজ নিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না।
তিনি বলেন, “আমার রেঞ্জে প্রতিটি থানা হবে জনগণের জন্য। পুলিশ স্টেশন যেন হয় সেবাকেন্দ্র, বিপদের সময় জনগণের প্রথম ভরসা।”
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায়নীতি, সততা ও পেশাদারিত্বই হবে তার মূল মন্ত্র। একই সঙ্গে অতীতে কিছু অপেশাদার পুলিশের কর্মকাণ্ডে বাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
নবনিযুক্ত ডিআইজি’র ভাষ্য মতে, “আমরা জনগণের জন্য কাজ করি। থানা, ফাঁড়ি, সার্কেল ও এসপি অফিসগুলোকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতে চাই।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় নেই।”
জনগণের অভিযোগ শুনতে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখার কথাও জানান রেজাউল করিম মল্লিক। “ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৮টি থানার মানুষ আমার অফিসে নির্ধারিত সময়ে এসে অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজন হলে আমি নিজেই সমাধানে এগিয়ে আসব বলেও জানান তিনি।
সেবাকে আরও সহজ করতে চালু করা হবে ‘টক টু ডিআইজি’ নামের একটি অ্যাপ—যেখানে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং তথ্যদাতাদের গোপনীয়তা বজায় রাখা হবে বলে জানান নতুন এই ডিআইজি।