গাজায় দখলদার ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সেদিন ঢাকা ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেবে এবং তা কেন্দ্রীয় গণ-বিক্ষোভে রূপ নিতে পারে।
এর ফলে রাজধানীতে যানজট বৃদ্ধি এবং দূতাবাস এলাকাকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বিকেলের দিকে দূতাবাস তাদের জনসেবা সীমিত রাখবে বলেও জানানো হয়।
“বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও তা হঠাৎ করে সহিংসতায় রূপ নিতে পারে,” বিবৃতিতে সতর্ক করে বলা হয়। “এই কারণে মার্কিন নাগরিকদের উচিত বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলা এবং চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।”
বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা, স্থানীয় পরিবেশ সম্পর্কে সচেতন থাকা এবং হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণের গুরুত্ব রয়েছে।
এছাড়া, নাগরিকদের প্রতি জনসমাগমস্থল এবং বিক্ষোভস্থল এড়িয়ে চলা, চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখা এবং জরুরি যোগাযোগের প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।