ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ শীর্ষক বিশাল গণজমায়েত। শহরের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ একত্রিত হয়ে গাজার প্রতি সমর্থন জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এই কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের মানুষ— শিক্ষার্থী, পেশাজীবী, রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকরা। তাদের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা, পোস্টার ও ব্যানার, যেখানে লেখা ছিল: “Free Palestine”, “Stop Genocide in Gaza”, “Boycott Israel”।
সমাবেশে বক্তারা গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। তাঁরা বলেন, “গাজার শিশুদের কান্না আর সহ্য করা যায় না। আমরা মানবতার পক্ষেই দাঁড়িয়েছি।”
একজন অংশগ্রহণকারী বলেন, “এটা শুধু মুসলমানদের ইস্যু নয়, এটা মানবতার বিষয়। আমাদের চুপ থাকলে চলবে না।”
গণজমায়েতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সমাবেশের আয়োজকরা জানান, এটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক চেতনা থেকেই এই আয়োজন।
অনেকেই তাদের সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে এই প্রতিবাদে একাত্মতা জানান।
গাজায় ইসরায়েলি অভিযানে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গাজার পক্ষে এমন জনমত ও গণসংহতির ঢেউ এখন ক্রমেই জোরালো হচ্ছে।