ঈদ মানেই উৎসব, সম্প্রীতি আর আনন্দের উচ্ছ্বাস! রাজধানীর ৪০০ বছরের পুরনো ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার বিশেষ আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (৩১ মার্চ) ঢাকায় সুলতানি ও মোগল আমলের ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি খামারবাড়ি মোড় ঘুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন হাজারো উচ্ছ্বসিত মানুষ, হাতে ছিল ঈদ আনন্দ ও সামাজিক সম্প্রীতির বার্তা সংবলিত প্ল্যাকার্ড।

ঈদের এই আয়োজনে ঢাকার ঐতিহাসিক ঈদ উৎসবের স্মৃতি ফিরে এসেছে। ইতিহাস বলে, মোগল শাসক ইসলাম খাঁর আমল থেকেই ঢাকায় ঈদের উৎসব জমকালোভাবে উদযাপিত হতো।
তিনি লালবাগ মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করতেন এবং ঈদ উৎসবের আয়োজন করতেন। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে এবার ডিএনসিসি আয়োজন করেছে ঈদ জামাত, আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলা।
সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়।

ঈদের আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় শিশুদের। নতুন জামা পরে, প্রিয়জনদের সঙ্গে ঘুরে ঘুরে তারা ঈদের দিনটিকে উপভোগ করে। শিশুদের সেই আনন্দের প্রভাব পড়ে বড়দের মনেও।

ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ধরে রেখেছিলেন ‘ঈদ মানেই সম্প্রীতি, ঈদ মানেই ঐক্য’, ‘ঈদ এল সুখের বার্তা নিয়ে’—এমন নানা সামাজিক বার্তা সংবলিত প্ল্যাকার্ড। তারা উচ্ছ্বাসের সঙ্গে ‘ঈদ মোবারক’ স্লোগান দেন।
ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে ঢাকার এই ঈদ আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত করেছে। ঢাকার মাটিতে ঈদের এই বর্ণিল উৎসব আগামীতেও চলতে থাকবে, বয়ে আনবে সম্প্রীতির বার্তা।