ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১২৮ জনকে বহিষ্কার করে। যদিও তাৎক্ষণিকভাবে কারও নাম প্রকাশ করা হয়নি, আজ মঙ্গলবার এই তিনজনের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং ওয়ালি আসিফ ইনান সাধারণ সম্পাদক। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। অপরদিকে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর এই হামলার প্রতিবাদে আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়তে থাকে এবং তা ধীরে ধীরে গণ-আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ব্যাপক গণ-বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।