রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী ফারহান ফইয়াজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মো: ওসমান গণি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে ধানমনণ্ডির রাপা প্লাজার কাছে গুরুত আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় করে আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটেন উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা করলেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
ছেলের মৃত্যুতে পাগলপ্রায় ‘মা’ নাজিয়া খান নিজের ফেসবুক পেজে ২টি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লেখেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনো ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেছে। আমি চাই আপনারা সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর সঠিক বিচার চাই।’
এরপর নিজের সঙ্গে আরেকটি ছবি দিয়ে ছেলে হারানোর বিচারের দাবি জনিয়ে নাজিয়া খান লিখেছেন, ‘আমার ছেলে ফারহান ফইয়াজ। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’
ফারহানের মায়ের দেওয়া স্ট্যাটাসটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল। পোস্টটি দেয়ার ২ ঘণ্টার মধ্যে ১ লাখেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তাদের সকলেরও একই দাবি- ‘ফারহান হত্যার বিচ্যার চাই।’