গাজীপুরে দুই আনসার সদস্য ও দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লক্ষ ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গাজীপুর স্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, উপ-শাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য আল আমিন ও রাজু।
সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপ-শাখা রয়েছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেনের কাজ করা হয়।
রবিবার সারাদিন লেনদেন শেষে বিকালে অটোরিকশা করে আনসার সদস্য ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথিমধ্যে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০ থেকে ১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের পথ আটকায়।
পরে ২ ব্যাংক কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে গুরুতর আহত করে ৭ লক্ষ ৮ হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুরে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের কুপিয়ে টাকা ছিনতাইয়ের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাহেদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছেন। সোনালী ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।