গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামে পুকুরের পানিতে ডুবে রিফাত নামে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার নলজানী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিশু রিফাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো: বিল্লাল হোসেনের ছেলে। রিফাত স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
শিশু রিফাতের পরিবার সূত্রে জনা গেছে, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকালে রিফাত তার বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির কাছের একটি পুকুরের পাশে যায়।
খেলাধুলার একপর্যায়ে রিফাত পুকুরের পানিতে পড়ে গেলে বন্ধুরা বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তার স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে নেমে প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুজির পর রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় এখনো জানানো হয়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ কার হবে।