গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৫ যাত্রীর মৃত্য হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন, মো: সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), তানিয়া আফরোজ (৩৫), ও সদর উপজেলার সুলতানশাহী এলাকার মোতালেব শেখের ছেলে মো: রইচ শেখ (২৪)। তারা সবাই বাসের যাত্রী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: আব্দুল্লাহ হেল বাকী কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ একবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী নিহত ও ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।