রাজধানীর কুড়িল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সড়ে ৪টার দিকে কুড়িলের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিক্ষার্থীর নাম মো: মুনতাকিম আলিফ। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহত মুনতাকিম ঠাকুরগাঁও সদর উপজেলার জেলা জজকোর্টের পেশকার জুলফিকার আলীর ছেলে। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।
লেখাপড়ার পাশাপাশি মুনতাকিম আলিফ ফাইনেস টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজহারুল ইসলাম জানান, অফিসে নাইট শিফট করে মঙ্গলবার ভোর রাতে বাসায় ফিরছিলেন মুনতাকিম। বাড়ি ফেরার পথে কুড়িল এলাকার ফুটওভারব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন।
ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুড়ি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে মারা যায় মুনতাকিম। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।