ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল এলাকায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে একযোগে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান।
আজ বুধবার (১৮ সেপ্টেম্ব) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মো: মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মকবুল হোসাইন বলেন, একযোগে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে ১৯-২৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
আগামীকালে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক মো: মাহমুদুল হাসান। এদিন সকাল সাড়ে ৯টার দিকে মেরুল বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।