ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকায় হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ নামে এক দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহরাব আল হাসান জানিয়েছেন, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে দিয়াশলাই তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। রাত ৯টা পর্যন্ত কারখানার ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: কাজল মিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কারখানাটি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় ২ শতাধিক শ্রমিক কাজ করছিলো। তবে আগুন লাগার আগেই বিকাল ৫টার দিকে কারখানাটির ছুটি হয়ে গেলে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে চলে যায়। তবে কোথা থেকে এ আগুন তা এখনো জানা যায়নি।