বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি-১৩ নম্বর সড়কে এক দম্পতির কাছ থেকে ফিল্মি স্টাইলে এটিএম কার্ড, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় ওই দম্পতি গুরুতর আহত হন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ৩ জন হলো, মো: শফিকুল ইসলাম সাগর (২১), মো: সোহেল প্রকাশ ওরফে কানা সোহেল (৩০) ও মো: আবদুল আউয়াল (৩৫)। তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি লোহার রড ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি হলুদ রঙের পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
একটি সিসিটিভির ফুটেজ দেখা যায়, ভুক্তভোগী মো: জেহাদুল ইসলাম মনি এবং তার স্ত্রী মির্জা ফাতিমা জাহান বরগুনা থেকে এসে বুধবার ভোর ৪টার দিকে রাসেল স্কয়ার বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। বাসস্ট্যান্ড থেকে রিকশা করে ধানমন্ডির-১৩ নম্বর রোডে বাসার সামনে পৌঁছান।
এ সময় রিকশা থেকে নামার আগমুহূর্তে ঘটনাস্থলে আসে একটি হলুদ রঙের পিকআপভ্যান। কিছু বুঝে ওঠার আগেই চাপাতি হাতে নিয়ে গাড়ি থেকে নেমে আসে কয়েকজন ছিনতাইকারী। ভয় দেখিয়ে ওই দম্পতির কাছ থেকে ফিল্মি স্টাইলে ছিনিয়ে নেয় নগদ টাকা. এটিএম কার্ড ও মোবাইলফোন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে জানার জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী জেহাদুল ইসলাম বৃহস্পতিবার ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন।
মো: আলীম নামের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় এরইমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা সকলেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।