শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

রাজধানীর

সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগে আন্দোলনকারীরা

বিশেষ সংবাদ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই ৪টা ১২ মিনিটে সায়েন্সল্যাব থেকে গণমিছিল বের করা হয়। সায়েন্সল্যাব মোড়ে কয়েক’শ শিক্ষার্থী ও আন্দোলনকারীরা বিক্ষোভ করলেও শাহবাগ অভিমুখী মিছিলে অংশ নেন হাজারো মানুষ।

শুক্রবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। সেখানে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপরদিকে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর সায়ে ন্সল্যাব মোড় অবরোধ করেন একদল যুবক-তরুণ। এসময় তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

জুমার নামাজের পর বেলা পৌনে ২টার দিকে সায়ে ন্সল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ